হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত:শুক্রবার, ০৪ নভে ২০২২ ১১:১১

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের লাখাইয়ের পূর্ব বামৈ গ্রামে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ইসহাক মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হন। শুক্রবার বিকাল এ সংঘর্ষ বাঁধে।

স্থানীয়রা জানায়, পূর্ব বামৈ গ্রামের গোলাপ মিয়া এবং ইউপি সদস্য শের আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ইসহাক মিয়া। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার ওসি নুনু মিয়া জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।