বেলজিয়ামে সিলেট সমাজ কল্যাণ সমিতি সভাপতি মাহবুবুল আলম ও সাধারণ সম্পাদক রিজু আহমদ
প্রকাশিত:শুক্রবার, ০৪ নভে ২০২২ ০৪:১১
সুরমাভিউ:- বাংলাদেশের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষকে সহায়তার লক্ষ্যে বেলজিয়ামে অবস্থানরত সিলেট বিভাগের প্রবাসীদের নিয়ে গঠিত হয়েছে “সিলেট সমাজ কল্যাণ সমিতি,লিয়াজ।
মঙ্গলবার (১ নভেম্বর) বেলজিয়ামের লিয়াজ শহরে আনুষ্ঠানিক ভাবে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
বাংলাদেশের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষেকে সহযোগিতার লক্ষ্যে কাজ করবে সংগঠনটি, ইতিপূর্বে বিভিন্নভাবে সামাজিক ক্রার্যক্রম চালিয়েছে বেলজিয়ামের বসবাসরত সিলেটি প্রবাসীদের এই সংগঠন, নবগঠিত কমিটির সভাপতি মোঃ মাহবুবুল আলম,সাধারণ সম্পাদক রিজু আহমদের নিজ এলাকায় সহযোগিতার পরিমাণ ছিল দৃশ্যমান।
এই প্রক্রিয়া চলমান রাখতে,এবং আরো বেগবান করার লক্ষ্যে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এক ঝাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে মোঃ মাহবুবুল আলমকে সভাপতি ও রিজু আহমদকে সাধারণ সম্পাদক ঘোষণা করে মোট ১২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এই প্রক্রিয়া চলমান রাখতে ও বেগমান করার উদ্দেশ্য মঙ্গবার আনুষ্ঠানিক ভাবে এক ঝাক জমকপূর্ণ আয়োজনের মাধ্যমে সংগঠনের কমিটি গঠিত হয়।উক্ত কমিটির সংগঠনের অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি ছদরুল ইসলাম,সহ সভাপতি মুরশেদ আহমদ,মহিবুর আলম ,যুগ্ন সাধারণ সম্পাদক মামুন মিয়া,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,সহ সাংগঠনিক ইমরান আহমেদ,কোষাধ্যক্ষ মাহবুব মিয়া,প্রচার সম্পাদক মুহিম মিয়া,সাংস্কৃতিক সম্পাদক নিলু দেব,ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জাবেদ মিয়া,যুব ক্রিড়া সম্পাদক আব্দুল বাছিত।