দোয়ারাবাজারে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত:শুক্রবার, ০৪ নভে ২০২২ ০৬:১১
দোয়ারাবাজার প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা সদরে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক কাজ্বী ইউসুফ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, মামুন মুন্সি, প্রমুখ। আলোচনা সভার পূর্বে সংগঠনের পরিচিতি সভা শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন দোয়ারাবাজার উপজেলা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রুমান,সহ সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ,সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক ক্বারি মাওলানা আল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রায়হান, অর্থ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক রাসেল আহমেদ রাজা, স্বাস্থ্য সম্পাদক হাফিজ আলিসহ খিউফার উপজেলা কেন্দ্রীয় কমিটির অন্যান্য দায়িত্বশীলগন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পরিচালক হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহ জানান খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন এর দ্বারা দোয়ারাবাজার উপজেলার বিগত দুই বছরে প্রায় ৩হাজার অসহায় মানুষ সহযোগিতা পেয়েছে। সংগঠনটি আরও শক্তিশালী করতে দোয়ারাবাজার উপজেলার দেশবিদেশের সবার নিকট সুপরামর্শ এবং সহযোগিতার আবেদন করেছেন।
উল্লেখ্য উক্ত খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনটি ১৪/০১/ ২০২১ইংরেজী সনে প্রতিষ্ঠা হয়েছে বর্তমানে সংগঠন এর সদস্য রয়েছে প্রায় ৮০০জন এর মতো।