সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ৭ নভেম্বর

প্রকাশিত:বুধবার, ০২ নভে ২০২২ ০৬:১১

সুরমাভিউ:-  আগামী ৭ই নভেম্বর রোজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা। সিলেট জেলা আওয়ামী লীগ এই সভার আয়োজন করছে।

রিকাবীবাজারস্হ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য ওই প্রতিনিধি সভায় প্রধান অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক এবং সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ অনেক কেন্দ্রীয় নেতা আছেন অতিথির তালিকায়।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান জানান, জেলার উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ যোগ দেবেন এই সভায়।

এ সংক্রান্ত আরও সংবাদ