শ্রীমঙ্গলে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ছিটানো হচ্ছে মশার ঔষধ

প্রকাশিত:সোমবার, ৩১ অক্টো ২০২২ ১২:১০

শ্রীমঙ্গলে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ছিটানো হচ্ছে মশার ঔষধ
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায়  শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির মাধ্যমে ছিটানো হচ্ছে মশার ঔষধ।
সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায়  শ্রীমঙ্গল পৌরসভার ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মেশিন দিয়ে মশার ঔষধ ছিটাচ্ছে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামকে উপস্থিত থেকে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হানিফ চৌধুরী।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু গত (২৬ অক্টোবর) শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন। এখন আমরা ওনার নির্দেশে প্রতিটি ওয়ার্ডে মশার ঔষধ ছিটাচ্ছি।
তিনি বলেন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ