১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৯ অক্টো ২০২২ ১১:১০
“কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৯ অক্টোবর শনিবার বিকাল ৩.৩০ ঘটিকায় সিলেট জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদ্যাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালীর কার্যক্রম শুরু করেন। র্যালী শেষে শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলার ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং সিলেট জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাসুক উদ্দিন আহমদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নাতিপ্রাপ্ত) শাহরিয়ার বিন সালেহ্, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মোঃ সেলিম সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কমিউনিটি পুলিশের সদস্য, সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন “কমিউনিটি পুলিশিং এর ধারনা উন্নত বিশ্বের বহু আগে থেকে প্রচলিত থাকলেও সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি এ.কে.এম শহীদুল হক, বিপিএম, পিপিএম এর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে দেরীতে হলেও এর প্রচলন করায় তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন”।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সভাপতির বক্তব্যে সকলকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সমাজ থেকে অপরাধ নির্মূলের লক্ষ্যে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।
আলোচনা সভা শেষে সিলেট জেলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে ২০২১ সালে কমিউনিটি পুলিশীং সংক্রান্ত কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা প্রদত্ত ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। পরে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুকরনে অগ্রণী ভূমিকা রাখায় ওসমানীনগর থানার আনা মিয়াকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশীং সদস্য এবং ওসমানীনগর থানার এসআই(নিঃ)/সুবিনয় বৈদ্য-কে শ্রেষ্ঠ সিপিও হিসেবে বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয় প্রদত্ত ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766