শ্রীমঙ্গলে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত:শনিবার, ২৯ অক্টো ২০২২ ০৬:১০

শ্রীমঙ্গলে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:-  শুক্রবার (২৮ অক্টোবর) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে ৩০ পিছ ইয়াবাসহ টিপু মিয়া (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার এসআই তীথংকর দাস জানান, রাত ৯ ঘটিকার সময় আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি মিশন রোড এলাকায় এক ব্যক্তি ইয়াবা পরিবহন করছে। আমি এবং আমার থানার এএসআই মুছা, এএসআই রাজু, এএসআই জামাল উদ্দিনসহ আরকে মিশন রোডের এসএ এন্টারপ্রাইজের সামনে সন্দেহজনক মনে হওয়ায় টিপু মিয়াকে তল্লাশি করি। তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ পিছ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই।
গ্রেফতারকৃত টিপু মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ নারী শিশু নির্যাতন মামলাও রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ