বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের নিজস্ব ব্লাড ব্যাংক করার প্রত্যয়ে ফ্রি-ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পালন

প্রকাশিত:শুক্রবার, ২৮ অক্টো ২০২২ ১১:১০

বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের নিজস্ব ব্লাড ব্যাংক করার প্রত্যয়ে ফ্রি-ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পালন
সুরমাভিউ:-  ছাত্র জমিয়তের স্থায়ী কর্মসূচি হচ্ছে “খেদমতে খালক’ সমাজসেবা। এই কর্মসূচির অংশ হিসেবে নিজস্ব ব্লাড ব্যাংক করার প্রত্যয়ে পর্যায়ক্রমে উপজেলাব্যাপী ফ্রি-ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পালন করতে যাচ্ছে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়ত।
এরই অংশ হিসেবে আজ শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত দক্ষিণ বিয়ানীবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে ফ্রি- ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখা।
প্রথম ধাপের কর্মসূচিতে অংশগ্রহণ করে বিয়ানীবাজার পৌরসভা সহ বেশ কয়েকটি ইউনিয়নের ছাত্র জমিয়তের ফরমভুক্ত সদস্যবৃন্দ ও সর্বস্তরের জনতা।
বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি জাহিদ আহমদের পরিচালনায় ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউকে প্রবাসী , শেওলা ইউনিয়ন নির্বাচনে জমিয়ত মনোনীত চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী মাওলানা এনাম উদ্দিন।
এসময় উপজেলা ছাত্র জমিয়তের পক্ষ থেকে উনাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।
ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের  যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম জুমন, সহ সাধারণ সম্পাদক আরশাদ জাফরী,সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আলম,
সাহিত্য সম্পাদক মাহবুবুল আলম , প্রচার সম্পাদক ওলিউর রহমান, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল রাহাত, মাদ্রাসা বিষয়ক সম্পাদক আমানুর রশিদ , নির্বাহী সদস্য আব্দুল আলিম , আফজল হুসাইন ,পৌর ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান, আব্দুল ওয়াদুদ, অর্থ সম্পাদক সাদিক আহমদ, আবুল হাসানাত সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
ফ্রি- ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে সেচ্ছাসেবী হিসেবে দায়িত্বপালন করেন আবিদুর রাহমান খান, ও দিহান আহমদ চৌধুরী ও তাদের টিম।
পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে উপজেলা ছাত্র জমিয়তের পক্ষ থেকে ফ্রি-ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ