পাথর কোয়ারি খুলে দিতে মন্ত্রীর ডিও: কোম্পানীগঞ্জের ব্যবসায়ীদের ধন্যবাদ জ্ঞাপন

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ অক্টো ২০২২ ০৭:১০

পাথর কোয়ারি খুলে দিতে মন্ত্রীর ডিও: কোম্পানীগঞ্জের ব্যবসায়ীদের ধন্যবাদ জ্ঞাপন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের গেজেটভুক্ত পাথর কোয়ারি হালনাগাদ ও পাথর উত্তোলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটির কাছে সুপারিশ পাঠানোয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সিলেট ৪ আসেন এমপি ইমরান আহমদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতি ও কোম্পানীগঞ্জ উপজেলা ক্রাশার মিল মালিক সমিতির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির অফিসে এক ধন্যবাদ জ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুন নূরের নির্দেশনায় সভা পরিচালনা করেন কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন।

সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মাওলানা আব্দুর রউফ, কোষাধ্যক্ষ মোঃ হোসেন নূর, সিনিয়র সদস্য হাজী মোঃ মখলিছুর রহমান, কার্যকরি সদস্য মোশাররফ হোসেন, সদস্য ফজর উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বালু ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাহিদ আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ তথা সিলেটের মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে একমাত্র কর্মসংস্থান পাথর কোয়ারি খুললে দিতে তদন্ত কমিটির কাছে সুপারিশ প্রেরণ করায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বুধবার (২৬ অক্টোবর) গেজেটভুক্ত পাথর কোয়ারি সমূহের ব্যবস্থাপনা এবং পাথর কোয়ারির তালিকা হালনাগাদ করে অবিলম্বে চালু করার জন্য জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর ডিও দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি।

উল্লেখ্য: ২০২০ সাল থেকে সিলেটের সকল পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। কোয়ারি থেকে পাথর উত্তোলন বিষয়ে সরেজমিন প্রতিবেদন দেওয়ার জন্য জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (অপারেশন-২)কে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটির কাছে মন্ত্রী ডিও প্রেরণ করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ