১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৬ অক্টো ২০২২ ১০:১০
সুরমাভিউ:- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আঞ্চলিক কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকালে সিলেট সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, সিলেট অঞ্চলের উদ্যোগে এই আঞ্চলিক কার্নিভাল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ জাহান আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম। অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের মালেকা পারভীন, প্রকল্প কর্মকর্তা মো: হাফিজুল ইসলাম, মৌলভীবাজারের জেলা কমিশনার নূরজাহান সুয়ারা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারি সাহানা জাফরীন রোজী, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ হলদে পাখির সামিয়া বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাধা রানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোকা ভট্টাচার্য। সরকারি প্রাথমিক বিদ্যালয় হলদে পাখি সম্প্রসারণ উপলক্ষে আঞ্চলিক কার্নিভাল অনুষ্ঠান শেষে জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কে বিজ্ঞ পাখি ও হলদে পাখি সদস্যদের নিয়ে প্রধান অতিথি জাহান আরা বেগম সহ শিক্ষক শিক্ষার্থীরা ঘুরতে যান।
অনুষ্ঠান উপস্থাপনা করেন দর্শন দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিমূল আক্তার। কার্নিভাল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিলেট অঞ্চলের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞ পাখি ও হলদে পাখির প্রায় ২০০ জন। এছাড়াও গাইড, গাইডদের সদস্যরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766