গোলাপগঞ্জে রকেট লঞ্চার সেল উদ্ধার, আটক ১

প্রকাশিত:বুধবার, ২৬ অক্টো ২০২২ ১০:১০

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে শক্তিশালী একটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার পৌর এলাকার রণকেলী গ্রামে অভিযান চালিয়ে এ রকেট লঞ্চারটি উদ্ধার করা হয়। এসময় রকেট লঞ্চার রাখার দায়ে রনকেলী গ্রামের ছালেহ আহমদ টেনই মিয়ার পুত্র আলী হোসেন (৪০) নামের এক যুবককে আটক করা হয়েছে।

রাতে উদ্ধারের পরদিন বুধবার দুপুরে রণকেলী এলাকার একটি খালি মাঠে রকেট লঞ্চারটি ধ্বংস করা হয়।

এব্যাপারে র‌্যাব-৯ এর সিও বসু দত্ত চাকমা জানান, মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৯ এর টিম রকেট লাঞ্চারটি উদ্ধার করে। বুধবার (২৬অক্টোবর) বেলা ২টার দিকে রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন একটি টিলায় র‌্যাব এর ডিস্ট্রোয় টিম এটি নিস্ক্রিয় করে।

এ সংক্রান্ত আরও সংবাদ