১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২৪ অক্টো ২০২২ ০২:১০
বিশ্বনাথ প্রতিনিধি:- বিশ্বনাথে রাস্তায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একটি গবাদিপশু (গরু) মারা গেছে। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার পুরান সিরাজপুর গ্রামের আতাউর রহমানের বাড়ি সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটে।
এ সময় আহত হন গবাদিপশুর মালিক ওই গ্রামের মৃত আবদুল হাশিমের পুত্র আজিজুর রহমান (৪০)। মারা যাওয়া গবাদিপশুর বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা ছিল বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে একই এলাকার সেলিম আহমদ বলেন, ‘বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যুর মালিক আজিজুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে কথা হলে পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অধিক গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে তিনি জানান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766