৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২৪ অক্টো ২০২২ ১০:১০
বিশ্বনাথ প্রতিনিধি:- আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের মেম্বার হাজী ফজর আলীর ‘স্ক্রু ড্রাইভার’ মার্কার সমর্থনে সোমবার (২৪ অক্টোবর) রাতে ২নং ওয়ার্ডে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পৌর এলাকার ২নং ওয়ার্ডের টিএনটি রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে উঠান বৈঠকে এলাকার প্রবীন মুরব্বী রফিক আলী মহাজনের সভাপতিত্বে ও সংগঠক শেখ মিলাদ উদ্দিন শাহীনের পরিচালনায় স্ক্রু ড্রাইভার মার্কার সমর্থনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মুফতিরগাঁও গ্রামের প্রবীন মুরব্বী শেখ ফারুক আহমদ ফিরুজ, রফিক আলী, মোল্লারগাঁও গ্রামের প্রবীন মুরব্বী আকবর আলী, রাজনগর গ্রামের প্রবীন মুরব্বী মঞ্জুর আলী, ইংরেজ আলী, সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সালমান রাব্বানী, সংগঠক হাজী দয়াল মিয়া, আজব আলী, জামাল আহমদ, ফরিদ উদ্দিন শিপন।
বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডবাসীর কাছে ‘স্ক্রু ড্রাইভার’ মার্কায় ভোট, দোয়া ও সহযোগীতা চেয়ে উঠান বৈঠকে ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের মেম্বার হাজী ফজর আলীর বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করেছি।
আগামী ২রা নভেম্বর আপনার যদি আমার নির্বাচনী প্রতীক ‘স্ক্রু ড্রাইভার’ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে আমি সবাইকে সাথে নিয়ে ২নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রুপান্তিত করব। আর ৫ বছরে ওয়ার্ডের প্রত্যেক পাড়া-মহল্লা-গ্রামের মানুষদেরকে কাঙ্খিত উন্নয়ন উপহার দেব।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766