ব্যাপক শিক্ষার সূচনা করেন রাসুল সা. : উবায়দুল্লাহ ফারুক কাসেমী

প্রকাশিত:রবিবার, ২৩ অক্টো ২০২২ ০৭:১০

ব্যাপক শিক্ষার সূচনা করেন রাসুল সা. : উবায়দুল্লাহ ফারুক কাসেমী
সুরমাভিউ:-  রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক শিক্ষার সূচনা করেন। সভ্য ও আদর্শিক সমাজ গঠন, নারীর আবরু-ইজ্জত ও অধিকার আদায়, জনগনের নৈতিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করেছেন খাতামুন নাবিয়্যিন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ফলে অল্পদিনে এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় সর্বমোট ৩১লক্ষ বর্গমাইল জুড়ে ইসলামের শাসন ব্যাবস্থা প্রতিষ্ঠা হয়েছিলো। ১২শত বছর যাবত তিন উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে।
২২ অক্টোবর (শনিবার) কথা কিংডম পার্টি সেন্টারে, সিলেটের দক্ষিণসুরমা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সীরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইতিহাসবিদ ও বিদগ্ধ শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক কাসেমী উপরোক্ত কথাগুলো বলেন।
সীরাত কনফারেন্সের প্রধান আলোচক জমিয়ত মহাসচিব, বিচক্ষণ রাজনীতিবিদ শায়খুল হাদীস মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভকালীন সময় থেকে তাঁর ইন্তেকাল পর্যন্ত একটা মানুষত দূরের কথা একটা প্রাণীকেও কখনও কষ্ট দেননি। এমনকি তিনি গর্ভকালীন সময়ে তাঁর মাতা আমেনাও কোনো কষ্ট অনুভব করেননি, প্রসব ব্যাথাটুকুও তিনি অনুভব করেন নি। তাঁর শৈশব, কৈশোর, যৌবন ও নবুওতকালে এমন কোনো কাজ করেননি, যে কারণে তাঁর উপর কোনো অভিযোগ উঠতে পারে। তাঁর এমন আখলাক ছিলো যে, অভিযোগ তুলার মত কোনো সুযোগই ছিলোনা। তিনি শিশু হিসেবে ছিলেন সর্বশ্রেষ্ঠ শিশু, সন্তান হিসেবে ছিলেন সর্বশ্রেষ্ঠ সন্তান। পিতা হিসেবে ছিলেন সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ পিতা। স্বামী হিসেবে ছিলেন সর্বোত্তম স্বামী। প্রতিবেশী হিসেবে ছিলেন সর্বোচ্চ বিনয়ী প্রতিবেশী। সেনাপ্রধান হিসেবে ছিলেন সবচেয়ে বিচক্ষণ। রাষ্ট্রনায়ক হিসেবে ছিলেন সর্বোত্তম, ন্যায়পরায়ণ ও বিচক্ষণ রাষ্ট্রনায়ক। তাঁর সীরাত আমাদের জীবন পরিচালনায় সবচেয়ে বড় পাথেয়।
সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব তাফাজ্জুল হক আজিজ, সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামীরী, সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী, সহ-সভাপতি ও জামেয়া তাওয়াক্কুলি রেঙ্গার মুহতামিম মুহিউল ইসলাম বুরহান, বারইগ্রাম মাদরাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম, রেঙ্গা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইকবাল বিন হাশিম, মৌলভীবাজার জেলা জমিয়তের সহ-সভাপতি তালেব উদ্দিন শমশেরনগরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি ফিরোজ আহমদ, সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি ফখরুজ্জামান, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল মালিক কাসেমী, যুগ্ম সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূর আহমদ কাসেমী, ফাজিলশাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা আব্দুন নূর মোস্তফা, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা খালিদ আহমদ, হাফিজ শামসুদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সহ সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, মাওলানা এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল হক, সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল করিম রাজু, সহ প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহমান, উপজেলা যুব জমিয়তের সদস্যসচিব মুফতি তাজুল ইসলাম, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সহ সভাপতি মুফতী আহমদ যাকারিয়া, সিলেট জেলা ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক কে এম তাহমীদ হাসান, প্রচার সম্পাদক আবু তালহা তোফায়েল, ঢাকা মহানগর যুব জমিয়তের সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুল আহাদ মিয়াজী, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুর রহমান রুবেল, সহ-সভাপতি তানভীর আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান, সহ সাধারণ সম্পাদক মুনাইম আহমদ, মোগলাবাজার ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি মুহাম্মদ শামছুল ইসলাম, জালাপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি শফিউল আলম তুহিন, প্রমুখ। বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ