সুরমাভিউ:- ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক সভাপতি এম সাইফুর রহমান এর চাচা, বিশিষ্ট রাজনীতিবিদ, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক আলহাজ্ব কুনু মিয়া ইন্তেকাল করিয়াছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ (২৩ অক্টোবর) রাত বাংলাদেশ সময় ২.৪৩ মিনিটে লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।
এদিকে আলহাজ্ব কুনু মিয়ার ইন্তেকলে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া মাদানিয়া আংগুরা মোহাম্মদ পুর এর মোহতামীম মাওলানা শায়েখ জিয়া উদ্দীন, সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশাহিদ আহমদ দয়াময়ী, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, গোপালগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিন নাদিয়া, সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, জেলা দপ্তর সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জামেয়া দ্বীনিয়া সিলেটের মোহতামীম মাওলানা এমাদ উদ্দীন সালিম।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন আলহাজ্ব কুনু মিয়া একজন সমাজসেবক ও রাজনীতিবিদ ছিলেন। তার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি