৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২২ অক্টো ২০২২ ০৩:১০
খুলনায় গণসমাবেশ ঘিরে বিএনপির অনেক নেতাকর্মী আটক হয়েছেন। এটা নিয়মিত কাজের অংশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের পক্ষ থেকে কোনো ‘বাধা দেয়া হচ্ছে না’ বলেও জানান তিনি।
শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে বিসিএস উইমেন নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খুলনায় বিএনপির একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। তবে সমাবেশ ঘিরে অপ্রীতিকর কিছু ঘটার তথ্য জানা নেই। সেখানে বাস চলাচল কেন বন্ধ রয়েছে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য আমার জানা নেই। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ভালো বলতে পারবেন।’
বাস বন্ধের বিষয়ে এখনও সঠিক তথ্য জানেন না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যতটুকু জানি বাস মালিকদের কিছু দাবি-দাওয়া ছিল। এখন সেই কারণেই বাস চলাচল বন্ধ রয়েছে কিনা তা আমি নিশ্চিত নই।’
বিএনপি নেতাকর্মীদের আটক বা গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ যাদের গ্রেপ্তার করে সেটা নিয়মিত কাজের অংশ। যাদের নামে ওয়ারেন্ট আছে, যারা ভাঙচুর করে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে সমাবেশকে কেন্দ্র করে পুলিশের কোনো বাধা নেই।’
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766