১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২২ অক্টো ২০২২ ১১:১০
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজার সদর উপজেলা ১ নং খলিলপুর ইউনিয়নের গোরারাই গ্রামবাসীর উদ্যোগে মসজিদে মুসল্লী বৃদ্ধি এবং তাদেরকে উৎসাহ প্রদানের লক্ষে টানা ৪০দিন তাকবীরে-ওয়ালার সাথে সালাত আদায়ের লক্ষে কর্মসূচী গ্রহণ করা হয়।
যারা এই সালাত নিয়মিত আদায় করেছেন তাদেরকে পুরষ্কার প্রদান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
২১ অক্টোবর শুক্রবার বাদ জুম্মাহ গোরারাই হযরত শাহ জালাল (রঃ) জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধরীর সভাপতিত্বে ও গোরারাই ফয়জুননেছা হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান।
আয়োজিত অনুষ্ঠানে টানা ৪০ দিন সালাত আদায়কারী ১৫ জন মুসল্লীকে বাইসাইকেল ও ২৫ জন মুসল্লীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধরী, হাফেজ সিদ্দেক আহমেদ, মাওলানা দুরুদ আহমেদ, হাফেজ আব্দুল আমিন, হাজী বুরহান উদ্দিন, এএসআই মশাহিদ কামাল, আব্দুল মুমিন,শাহ গোলজার আহমেদ,জামাল হোসেন, আশরাফ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ জালাল আহমদ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766