৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২১ অক্টো ২০২২ ০৬:১০
সুরমাভিউ:- স্মিথ আইটি আয়োজিত ১৯ ও ২০ অক্টোবর দুই দিন ব্যপী নারীদের হস্তশিল্প নিয়ে অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল নারী উদোক্তা মেলায় ও সম্মাননা স্মারক প্রদান-২০২২ সিলেট জেল রোড পয়েন্ট তুসানস ডাইনিং এন্ড বাংকুইট ১৭২ অনাবিল হামিদভিলা দুতালায় অনুষ্ঠিত হয় হস্তশিল্প ও কারুশিল্পের এক প্রদর্শনী মেলা।
বৃহস্পতিবার (২০ অক্টোব) ছিল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক দেবব্রত সিংহ।
প্রায় ২০টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করে। আয়োজকরা সবগুলো স্টলের পরিচালকদে হাতে প্রশংসাপত্র তুলে দেন। পরে সবগুলো স্টলের মধ্য থেকে বেস্ট স্টলের পুরস্কার প্রদান করা হয় কুঞ্জশ্রী’ প্রতিষ্ঠানকে। কুঞ্জশ্রী’র পরিচালক প্রিয়াশ্রী কর পিউ সেই পদক গ্রহণ করেন। বেস্ট সেলার পুরস্কৃত হন পঞ্চবাহার প্রতিষ্ঠান। সেই সাথে সম্মাননা স্মারক পান সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্লক বাটিক প্রশিক্ষক আইরিন আক্তার আঁখি। সবাই প্রধান অতিথির হাত থেকে পদক ও পুরস্কার গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিসফাক আহমদ মিশু, সাংবাদিক চয়ন চৌধুরী প্রমুখ।
নারী উদ্যোক্তা কর্মমুখী জীবন যাপনের অনুপ্রেরণার এই আয়োজনর জন্য উপস্হিত সবাই স্মিথ আইটির প্রশংসা করেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766