সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ২০ অক্টো ২০২২ ০৯:১০

সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সুরমাভিউ:-  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মুক্তি ও  সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বৃহস্পতি (২০ অক্টোবর) বিকাল ৩টার সময় নগরীর তালতলা থেকে শুরু হয়ে জিন্দাবাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক খিজির হোসেন এনুর সভাপতিত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কামরান হোসেন হেলাল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ইমাম উদ্দিন ইমাম এর পরিচালনায় বিক্ষোভ মিছিলে অংশ নেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য কবির আহমদ, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন খান, সাবেক জেলা সদস্য আব্দুস সামাদ ফাহিম, বদরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমান খান কয়েস, দুলাল আহমদ, চমক দে পল্লু, আব্দুল মতিন, শেখ মো. শাকিব ইসলাম, রায়হান উদ্দিন রাজু, সোলেমান খাঁ, ১২ নং ওয়ার্ডের আহবায়ক শেখ আজিজ সোজা, ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়ছল আহমদ, নির্ঝর রায়, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলোর আহবাক বাইন উদ্দিন আনোয়ার, লিটন, সাহনুর মিয়া, রিপন আহমদ, মেজু আহমদ, জহুর আহমদ হ্রদয়, মো. পাপ্পু প্রমুখ।

মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কে নিঃশর্ত দিতে হবে। দলীয় নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, হামলা ও মামলা দিয়ে রাজপথ থেকে দমিয়ে রাখা যাবে না।  সিলেটের রাজপথে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাভোগী, নিস্ক্রীয় ও নিজেদের লোকদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কমিটিকে প্রত্যাখান করছি। আমরা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবাদুল মুক্তাদির, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর হস্তক্ষেপ কামনা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ