১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৮ অক্টো ২০২২ ০৭:১০
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সাথে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ শ্রীমঙ্গল এর আয়োজনে অ্যাডভোকেসি সভা মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক কমিটি শ্রীমঙ্গল এর সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য এর সভাপতিত্বে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর শ্রীমঙ্গলের এরিয়া কো-অর্ডিনটর- পারভেজ কৈরির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. পার্থ সারথি সিংহ,আবাসিক মেডিকেল অফিসার ডা. সনি কুমার সাহা। সভার শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি শ্রীমঙ্গল এর সদস্য শাহ-আরিফ আলী নাসিম। সভায় অংশগ্রহণ করেন সচেতন নাগরিক কমিটি শ্রীমঙ্গল এর সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) (স্বাস্থ্য) এর আহবায়ক সবুজ মিয়া, যুগ্ন আহবায়ক পরিতোষ কুমার তাতী, সাংবাদিক, কলামিস্ট ও শিক্ষক এহসান বিন মুজাহিরসহ অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) (স্বাস্থ্য) এর সদস্যবৃন্দ।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল টিআইবির সার্বিক সহযোগিতায় সভাটির আয়োজক ছিলো অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), সনাক শ্রীমঙ্গল টিআইবি।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766