মৌলভীবাজারে মিথ্যা মামলা দায়ের করায় বাদীকে জরিমানা, আসামীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

প্রকাশিত:মঙ্গলবার, ১৮ অক্টো ২০২২ ১১:১০

মৌলভীবাজারে মিথ্যা মামলা দায়ের করায় বাদীকে জরিমানা, আসামীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা দায়ের ও প্রতিপক্ষকে হয়রানির অভিযোগে সি.আর ১৯৩/২০১৫ (কুলাউড়া) নং মামলার বাদী মোঃ শফিক মিয়াকে ফৌজদারী কার্যবিধির ২৫০ ধারায় ২ হাজার  টাকা জরিমানা, অনাদায়ে বিশ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান,একই সঙ্গে উক্ত মামলার খালাসের আদেশপ্রাপ্ত ৫ জন আসামীদের ক্ষতিপূরণ বাবদ প্রত্যেককে ১ হাজার টাকা করে প্রদান, অনাদায়ে বিশ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়।
বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান সোমবার ১৭ অক্টোবর দুপুরে এই আদেশ দেন।
জানা যায়, ২০১৫ সালের আগষ্টের ১২ তারিখ   বুধবার দুপুর ২ ঘটিকায় বর্ণিত মামলার বাদীর বসত বাড়ী সংলগ্ন কবরস্থানের জায়গার বিরোধ সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনাকে কেন্দ্র করে বাদী মোঃ শফিক মিয়া প্রতিপক্ষ ১৩ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। গত ২১/০৮/২০২২ ইং তারিখের রায়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে নির্দোষ সাব্যস্তে খালাস দেয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ