দোয়ারাবাজারে বিদশী মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

প্রকাশিত:মঙ্গলবার, ১৮ অক্টো ২০২২ ১১:১০

দোয়ারাবাজারে বিদশী মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব
এনামুল কবির মুন্না:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার টু বাঁশতলা সড়কের মওলার পাড় গ্রামের আবু তাহেরের বাড়ির দক্ষিণের পাকা সড়কের উপর থেকে ২৮৫ বোতল বিদেশী মদসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।
গ্রেফতার কৃত আসামি হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মওলারপাড় গ্রামের মৃত শরব আলীর ছেলে ফজলু মিয়া( ৩০)।
র‍্যাব ৯ সিপিসি ৩ সুনামগঞ্জ এর অধিনায়ক লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এর নেতৃত্বাধীন একটি আভিযানিক চৌকষ দল সোমবার ১৭ অক্টোবর গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে, উপজেলার বাংলাবাজার টু বাঁশতলা সড়কের মওলার পাড় গ্রামের আবু তাহের এর বাড়ির দক্ষিণের পাকা সড়কের উপর হতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৮৫ বোতল বিদেশী মদসহ ফজলু মিয়া কে হাতেনাতে গ্রেফতার করে।
তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ বিদেশী মদ অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর জব্দ কৃত আলামত ও আটক কৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার সহ দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার বিষয় টি নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ