সিলেট জেলা পরিষদ নির্বাচন : ৯নং ওয়ার্ডে চমক দেখিয়ে শাহাজাহান জয়ী

প্রকাশিত:সোমবার, ১৭ অক্টো ২০২২ ০৬:১০

সিলেট জেলা পরিষদ নির্বাচন : ৯নং ওয়ার্ডে চমক দেখিয়ে শাহাজাহান জয়ী
জৈন্তাপুর প্রতিনিধি:-  সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে (জৈন্তাপুর)  সদস্য পদে চমক দেখিয়ে মোঃ শাহাজাহান  বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে ৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বির মধ্যে মুহিবুল হক( তালা) প্রতীকে ৪৯ ভোট, নুরুল আমীন( অটোরিকশা) প্রতীকে ভোট পেয়েছেন ১২ টি।
এই ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে তসলিমা বেগম ( বই) প্রতীকে ১৮ ভোট, তামান্না আক্তার হেনা ( দোয়াত) কলম ৫৪ ভোট, মরিয়ম বেগম ( মইক)১৭ ভোট, রাহিমা বেগম চম্পা ( হরিণ)২৩ ভোট,সুমি বেগম ( ফুটবল) ভোট পেয়েছেন ৫টি।
এর আগে  সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট  গ্রহণ শুরু হয়ে চলে  দুপুর ২টা পর্যন্ত সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে কটোর নিরাপত্তার মধ্যে দিয়ে জৈন্তাপুর  উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক  বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ কেন্দ্র ১২০ ভোটের মধ্যে ১১৭টি ভোট কাস্টিং হয়,মামলা জটিলতার কারনে ৩জন ভোটার উপস্থিত হতে পারেন নি। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ঝন্টু চন্দ্র সরকার  জানান, সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ অনুষ্ঠানের ইভিএম পদ্ধতি ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিদ্বন্দ্বিতাকারী ও ভোটাররা।

এ সংক্রান্ত আরও সংবাদ