জেলা পরিষদ নির্বাচনে বালাগঞ্জে নাসির-রুহি বিজয়ী

প্রকাশিত:সোমবার, ১৭ অক্টো ২০২২ ০৪:১০

জেলা পরিষদ নির্বাচনে বালাগঞ্জে নাসির-রুহি বিজয়ী

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:-  সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে (বালাগঞ্জ উপজেলা) সদস্য পদে মো. নাসির উদ্দিন ও সুষমা সুলতানা রুহি বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সদস্য পদে বিজয়ী বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. নাসির টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান সদস্য লোকন মিয়া হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ ভোট। অপর প্রার্থী সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আতিকুর রহমান তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ ভোট।
এছাড়া সংরক্ষিত মহিলা ২নং ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী আওয়ামী লীগ নেত্রী সুষমা সুলতানা রুহি দোয়াত কলম নিয়ে পেয়েছেন ৩৬ ভোট। অপর প্রার্থীরা অধ্যাপক আফিয়া বেগম হরিণ প্রতীকে ১৯ ভোট, শামীমা আক্তার ঝিনু ঘড়ি প্রতীকে ১৪ ভোট ও ফুটবল প্রতীকে স্বপ্না শাহীন পেয়েছেন ১১ ভোট।

নির্বাচনে বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় সেন্টারে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডে মোট ৮১ জন ভোটারের মধ্যে মধ্য ৮০জন ভোট প্রদান করেন।

উল্লেখ্য চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বিজয়ী হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ