১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৫ অক্টো ২০২২ ০৮:১০
নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল ভারতের মেয়েরা। এটি তাদের সপ্তম শিরোপা। শিরোপা নির্ধারণী ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৬৫ রান তুলে লঙ্কানরা। জবাবে ৬৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত।
নারী এশিয়া কাপের আটটি আসরের সবকটিতেই ফাইনালে উঠেছে ভারত। প্রথম ছয় আসরে টানা ছয়বার শিরোপা নিজেদের করে নিয়েছিলো দল। সপ্তম আসরে ভারতকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। এবার ফের শিরোপা নিজেদের করে নিল ভারত।
শ্রীলঙ্কার দেয়া ৬৬ রানের মামুলি টার্গেট ব্যাট করতে নেমে ৫ রানে ফেরেন ওপেনার শেফালি ভার্মা। আর ২ রান করে সাজঘরের পথ ধরেন জেমিমা রদ্রিগেজ। এদিকে দলনেতা হার্মানপ্রিত কৌরকে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার ওপেনার শ্রীমতি মান্ধানা। মাত্র ২৫ বলে ছয়টি চার ও তিনটি ছয়ে ৫১ রানে অপরাজিত থাকেন মান্ধানা। আর ১১ রানে মাঠ ছাড়েন কৌর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার দলনেতা হামারি আতাপাতু। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাাঁড়াতেই পারেননি লঙ্কান ব্যাটাররা। রান তো তুলতেই পারছিলেন না, সেই সঙ্গে পড়ছিল একের পর এক উইকেট।
দশের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র দুজন ব্যাটার। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ১৮ রানের ইনিংসটি খেলেন ইনোকা রানভিরা। ১২ রান করেন ওসাদা রানাসিংহে। আর বাকি ব্যাটাররা আউট হয়েছেন দুই অঙ্কের ঘর স্পর্শ করার আগেই।
ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রেনুকা সিং। এছাড়া দুটি করে উইকেটের দেখা পেয়েছেন স্নেহা রানা ও রাজেশ্বরী গায়কোয়াড।
মাত্র ৫ রানের খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন রেনুকা সিং। আর পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ৯৪ রান এবং বল হাতে ১৩ নিয়ে সিরিজসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় অলরাউন্ডার দিপ্তী শর্মা।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766