১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১৪ অক্টো ২০২২ ০৭:১০
সুরমাভিউ:- সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৯নং ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামের কাউন্সিলর প্রার্থী যাচাই-বাছাই উপলক্ষে এক পরামর্শ ও মতবিনিময় সভা গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে নতুন টুকেরবাজার আজহার আলী মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়।
নোয়াগাঁও গ্রামের সর্বস্তরের জনগণ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল কাদির। সমাজকর্মী তোফায়েল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৯নং ওয়ার্ডের সাম্ভব্য কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল্লাহ আল আমিন।
বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বির হাজী আব্দুল বাছিত, আব্দুল হক, আব্দুল বারী, আব্দুল জলিল, ফরিদ মিয়া মেম্বার, অবসরপ্রাপ্ত সেনাবাহীনি মহফিদুল ইসলাম, মকু মিয়া, মখলিছ মিয়া, লালু মিয়া, করিম মিয়া, মোমিন মিয়া, সিদ্দেক মিয়া, এলাছ মিয়া, জালাল মিয়া, মছব্বির আলী, ফারুক মিয়া, মানিক মিয়া, বাতির আলী, কবির আহমদ, আহমদ আলী, গোলাপ হোসেন, ময়না মিয়া, সেলিম আহমদ, জব্বার আলী, মানিক মিয়া, লিলু মিয়া, গেদা মিয়া, মকবুল আলী, পুতুল, মানিক, অবনি, পবিত্র প্রমুখ। এছাড়াও নোয়াগাঁও গ্রামের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সভায় জনসাধারণের উদ্যোশে সাম্ভব্য কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, দীর্ঘ দিন যাবৎ আমি সমাজসেবা ও উন্নয়নমূলক কার্যক্রমের সাথে নিজেকে নিয়োজিত রেখেছি। জনগণের সুখে দুঃখে পাশে থেকে জনসেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করে ওয়ার্ডবাসীর সেবা করার লক্ষে আমি কাউন্সিলর প্রার্থী হতে চাই।
আমি আশা করি আপনারা আমাকে ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে জনগণের খাদেম হিসেবে মনোনীত করবেন ইনশাআল্লাহ। পরে এলাকার মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766