১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১৪ অক্টো ২০২২ ০৯:১০
সুরমাভিউ:- সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইলিয়াছুর রহমান বলেছেন, রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষা ক্ষেত্রে অনেক অবদান রেখে যাচ্ছেন। তারা সব সময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের উন্নয়নে শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপকরণ দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, রোটারিয়ানরা আর্তমানবতার সেবায় সব সময় কাজ করছেন। অসহায় মানুষদের সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রোটারিয়ানরা। তিনি সমাজের সকল মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।
তিনি শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় নগরীর আখালিয়া নয়াবাজার এলাকায় বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ৪ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও বিদ্যালয়ে ১২টি পানির ফিল্টার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ সভাপতিত্বে ও ইভেন্ট চেয়ারম্যান রোটাঃ পিপি ইঞ্জিঃ রুহুল আলম আরএফএসএম পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, এসাইন এসিস্ট্যান্ট গর্ভনর রোটাঃ পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটাঃ পিপি ড. এম শহিদুল ইসলাম এড. পিএইচএফ, রোটাঃ পিপি এম এ রহিম আরএফএসএম, রোটাঃ আইপিপি মোহাম্মদ শামসুদ্দীন পিএইচএফ, রোটাঃ ইমদাদ হোসেন আরএফএসএম, রোটাঃ আমিরুল ইসলাম সুমন ও রোটাঃ শিশির রঞ্জন সরকারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766