মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ অক্টো ২০২২ ১০:১০

মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ১২ অক্টোবর বুধবার। এ উপলক্ষ্যে জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিকলীগ।
জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আসাদ হোসেন মক্কু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া আহমদের সঞ্চালনায় জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী পালণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীগের সভাপতি মোঃ নেছার আহমদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন ও জেলা আওয়ামীলীগের সদস্য আকতারুজ্জামান।
অনুষ্ঠানে জেলা জাতীয়শ্রমিক লীগের উপজেলা, পৌরসভা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ