বিয়ানীবাজার পৌরসভা ছাত্র জমিয়তের নতুনকঁড়ি সম্মেলন সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ অক্টো ২০২২ ১০:১০
সুরমাভিউ:- ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌরসভার উদ্যোগে নতুন কুঁড়ি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা সফল করার লক্ষ্যে উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ (১৩ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ বিয়ানীবাজারস্থ জমিয়ত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি শরিফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে জমিয়ত নেতা,শেওলা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী মাওলানা এনাম উদ্দিন।
এসময় প্রধান অতিথিকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
মতবিনিময় সভায় আগামী ২০ অক্টোবর, বৃহস্পতিবার, দুপুর ১২টা থেকে নুসরাত কনফারেন্স হলে (পিউরিয়া ফুডস এর উপরে ৩য় তলায়) বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের উদ্যোগে নতুন কুঁড়ি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওঃ তোফায়েল আহমদ, সেক্রেটারি দেলোয়ার হুসাইন, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল্লাহ,পৌর যুব জমিয়তের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি জাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আলম,প্রচার সম্পাদক অলিউর রাহমান,উপজেলা ছাত্র জমিয়তের পাঠাগার সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য আব্দুল আলিম,পৌর ছাত্র জমিয়তের সেক্রেটারি আসআদুজ্জামান, সহ সেক্রটারী শাহরিয়া রাহমান,অর্থ সম্পাদক সাদিক আহমদ,প্রচার সম্পাদক ময়নুল ইসলাম,আবুল হাসানাত প্রমূখ।