পর্যাপ্ত ব্যবস্থার মাধ্যমে ৭৫ শতাংশ অন্ধত্ব রিকোভারি সম্ভব – এডিসি আনোয়ার সাদত

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ অক্টো ২০২২ ০৯:১০

পর্যাপ্ত ব্যবস্থার মাধ্যমে ৭৫ শতাংশ অন্ধত্ব রিকোভারি সম্ভব – এডিসি আনোয়ার সাদত

সুরমাভিউ:-  সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সহসভাপতি আনোয়ার সাদত বলেছেন, মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইন্দ্রিয়। বিশ্বে সাত মিলিয়ন মানুষের মধ্যে দুই মিলিয়ন মানুষ অন্ধত্বের শিকার। শুধুমাত্র চোখে না দেখা অন্ধত্ব নয়। নানা রকম অন্ধত্ব আছে। পর্যাপ্ত ব্যবস্থার মাধ্যমে ৭৫ শতাংশ অন্ধত্ব রিকোভারি সম্ভব। সেই লক্ষ্যে জালালাবাদ চক্ষু হাসপাতাল এবং জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।

বিশ্ব দৃষ্টি দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে জালালাবাদ চক্ষু হাসপাতালের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে জালালাবাদ চক্ষু হাসপাতালে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনাসভার মাধ্যমে ‘বিশ্ব দৃষ্টি দিবস-২০২২’ পালন করা হয়।

আলোচনাসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সহসভাপতি মো. আরশ আলী, সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান, বার-এট-ল ও সাংবাদিক আফতাব চৌধুরী, সমিতির যুগ্ম সম্পাদক মো. সিদ্দিকুর রহমান এডভোকেট, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জব্বার জলিল, সদস্য কনভেনার অধ্যাপক ডা. এম.এ. সালাম, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এডভোকেট, সৈয়দ আবু সাদেক, জীবন সদস্য মো. ছয়েফ উদ্দিন চৌধুরী, প্রিন্সিপাল লে. কর্ণেল আতাউর রহমান পীর, আলহাজ্ব বিপ্লবী মুজিবুর রহমান এবং মো. বুরহান উদ্দিন এডভোকেট।

উক্ত সভায় বিশ্ব দৃষ্টি দিবস, অন্ধত্ব ও চক্ষু সেবার গুরুত্ব বিষয়ক আলোচনা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন হাসপাতালের অপটোমেট্রিস্ট খালেদ আল রাকিব।

এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কাউন্সিলর কাম প্রোগ্রাম অর্গানাইজার মো. পিংকু আব্দুর রহমান, একাউন্ট্যান্ট হীরক সেন, স্টোর কিপার মো. আকদ্দস আলী, কম্পিউটার অপারেটর মো. আতিকুর রহমান, হিসাব সহকারি তাফহিম আহমদ চৌধুরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ