১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ অক্টো ২০২২ ০২:১০
সুরমাভিউ:- সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রান তালুকদার এর তত্ত্বাবধানে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ফুলসাইন্দ গ্রামে ১২ অক্টোবর রাত ১২.৩০ ঘটিকায় থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
সূত্রমতে ৭/৮ জনের একটি সঙ্গবদ্ধ ডাকাত দল ফুলসাইন্দ এলাকায় রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হবার সংবাদ পায় পুলিশ।
সংবাদের সত্যতা নিশ্চিত করতে থানা পুলিশের একাধিক টিম মাঠে অবস্থান করে। একসময় ডাকাত দলের সদস্যরা ফুলসাইন্দ গ্রামে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে কিশোরগঞ্জ জেলার নিকলি থানার রসুলপুর গ্রামের মৃত ছেনু মিয়া মেরাজ এর ছেলে মোখলেছুর রহমান (৪০), সিলেটের বালাগঞ্জ থানার নশিওরপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আবুল হোসেন রিপন (৩৪), ওসমানীনগর থানার পশ্চিম তিলপাড়া গ্রামের মহিবউল্লাহর ছেলে নজরুল ইসলাম (৩৩) এবং গোলাপগঞ্জের বুটিরাপাড়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মোঃ হারুন রশিদ (৩২) -গণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ০২ টি রামদা, ০১ টি তালা ভাঙার স্লাই রেঞ্চ, ০২ টি জিআই পাইপ এবং ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি হিরো হোন্ডা মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা রুজুর করা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766