১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৯ অক্টো ২০২২ ০৬:১০
বিশ্বনাথ প্রতিনিধি:- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের বিশ্বনাথে বিশাল বর্ণাঢ্য ‘মুবারক র্যালি’ করেছে উদযাপন কমিটি বিশ্বনাথ।
আজ রোববার বাদ জোহর পৌর শহরের বিশ্বনাথ কামিল মাদরাসা থেকে র্যালিটি বের হয়ে বিশ্বনাথ পুরান বাজার ও নতুন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
পবিত্র ঈদে মীলদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন বিশ্বনাথ উপজেলা কমিটির নেতৃত্বে বের হওয়া র্যালিতে নবীর শানে ফেস্টুন, পতাকা হাতে সহাস্রাধিক মাদ্রাসা ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
এর আগে বিশ্বনাথ কামিল মাদরাসা মাঠে ঈদে মীলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী, উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা আকতার আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, পৌর আল ইসলাহ’র সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি সুফী সামসুল ইসলাম। পরিচালনা করেন পৌর আল-ইসলাহ’র আহবায়ক শাহজাহান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766