জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৬ অক্টো ২০২২ ০৬:১০

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি:-  “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬) অক্টোবর দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন ক্ষকে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া, জেলা তথ্য অফিসার আব্দুস ছত্তার, পৌর সভার প্যানেল মেয়র আহমদ নূর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পৌরসভা ও ইউনিয়নের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক এবং মৃত্যুর পরে মৃত্যু নিবন্ধন করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ