৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ০৪ অক্টো ২০২২ ০৫:১০
জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে আজ দুপুর দুইটার পর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে পাঁচ থেকে সাত ঘণ্টা সময় লাগতে পারে। বিপর্যয়ের সময় থেকে হিসাব করলে রাত নয়টা লেগে যেতে পারে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে।
এদিকে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সূত্র বলছে, তিন থেকে চার ঘণ্টার মধ্যে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা চলছে। সারাদেশে আরও সময় লাগতে পারে।
পিজিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ইস্টার্ন গ্রিড ফেল করেছে। কতক্ষণ এমন পরিস্থিতি চলবে বলা যাচ্ছে না। জাতীয় গ্রিডে বিপর্যয় হলে অন্যান্য বিদ্যুৎক্রেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। সেগুলো ম্যানুয়ালি চালু করতে সময় লাগে। তাই ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে।
এদিকে বিদ্যুৎ বিভ্রাট ঘটায় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম বন্ধু হয়ে গেছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রপতি ভবনেও বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766