সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান
প্রকাশিত:সোমবার, ০৩ অক্টো ২০২২ ০৬:১০
দোয়ারাবাজার প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানবীর আশরাফী চৌধুরী।
সোমবার দুপুরে উপজেলার ১৯ টি পূজা মণ্ডপ পরিদর্শনে প্রতিটি পূজা মণ্ডপে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের পক্ষ থেকে ও উপজেলা চেয়ারম্যানের ব্যাক্তিগত উদ্যোগে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন তিনি। মোট ৯৫ হাজার টাকা দেন।
এসময় উপস্থিত ছিলেন,দোয়ারাবাজার উপজেলা শ্রমিক লীগের সভাপতি তাজির উদ্দিন, মান্নারগাওঁ ইউনিয়নের চেয়ারম্যান ইজ্জত আলী, উপজেলা আ”লীগের সদস্য শফিকুল ইসলাম,পূজা উদযাপন কমিটির সভাপতি সোনাধন দে, সাধারণ সম্পাদক প্রজিৎ কুমার, অসিত কুমার প্রমূখ।