নিজ এলাকায় মানুষের ভালোবাসায় সিক্ত হলেন অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ

প্রকাশিত:সোমবার, ০৩ অক্টো ২০২২ ০৬:১০

নিজ এলাকায় মানুষের ভালোবাসায় সিক্ত হলেন অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ

সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড পাঠানপাড়া এলাকার কৃতিসন্তান সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় নিজ এলাকায় মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তিনি।

সোমবার (৩ অক্টোবর) দুপুর ২টায় এলাকারবাসীর উদ্যোগে ২৭নং ওয়ার্ড পাঠানপাড়া জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ফয়সল মাহমুদ বলেন, আজ আমাকে আপনারা যে ভালোবাসায় দিয়ে সিক্ত করলেন তা আমাকে দেশ ও জনগণের সেবায় কাজ করার অনুপ্রেরণা আরো বাড়িয়ে দিয়েছে। আপনাদের এই ভালোবাসা চিরদিন মনে রাখবো। তিনি আরো বলেন, আমাদের সমাজ ও দেশকে বদলাতে সবাইকে জাগ্রত থাকতে হবে। পাশাপাশি যানজট মুক্ত শহর, নিরাপদ সড়ক ও ফুটপাত গড়ে তুলতে জনসচেতনতার বিকল্প নেই। আমরা যদি সচতেন হয়ে উঠি তাহলে সকল প্রকার দুর্ঘটনা কমে আসবে।

সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আজম খান এর সভাপতিত্বে ও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছয়েফ খান এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বকস লিপন, বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা ফারুক, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাছিত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাহমুদুল হক, শাহেদ আরবী, সেলিম রানা, শাহজাহান খান, শমশের সিরাজ সুহেল, মন্জুর আলম, সাহেদ আলী ময়না, আফজাল সিরাজ পাবেল, শওকত আলী, মোতাহার হোসেন জিহাদ, কাশেম খান, এনামুর রহমান, মুর্শেদ খান, রোকন আহমদ, গোলাম জাহেদ, আবুল হোসেন খান, মোস্তাক খান, মুহিবুর রহমান খান মোকন, সুহেল আহমেদ, মুক্তাদির আলম এপলু, দেলোয়ার খান, হান্নান খান, মুহিবুর রহমান মুহিব, আবু বকর সিদ্দিক, রিজওয়ান খান, নওশাদ খান জীবন, তাহমিদ খান প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ