৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ০৩ অক্টো ২০২২ ০৭:১০
সুরমাভিউ:- সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ও হলি আর্ট যুব উন্নয়ন সংস্থা পিয়ারা শপিং সেন্টার পাঁচমাইল- সিলেটের সার্বিক সহযোগিতায় ৭ দিনব্যাপী কৃষি (নার্সারী) প্রশিক্ষণ কর্মশালা গতকাল ৩ অক্টোবর সোমবার সকালে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে।
অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স (রাজস্ব) ২০২২-২০২৩ইং এর আওতায় কৃষি (নার্সারী) প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান।
উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানিফ খাঁন, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ, সহ সভাপতি ছালেহা বেগম, পরিচালক ও প্রশিক্ষক সুফিয়ান জালালী। বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সফিউল ইসলাম, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সহকারী মোঃ আলমগীর হোসেন, মুন্নি বেগম, ডলি বেগম। অনুষ্ঠানে বিভিন্ন যুব উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ সহ ৩০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
কর্মশালায় চারা বপন, কলপ তৈরী ও বিপনন সম্পর্কে খামারীদের প্রশিক্ষন প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকারত্ব দূর করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। নার্সারি একটি লাভজনক ক্ষেত্র। এটি এমন একটি ব্যবসা, যেখানে কখনো লোকসান হয় না। বিভিন্ন উন্নত ও বিদেশি জাতের ফল, ফুল, ভেষজ উদ্ভিদের চারা এবং শোভাবর্ধনকারী গাছের কালেকশন রাখলে বেশ লাভবান হওয়া যায়। তাই নার্সারি খাতে ব্যবসা ও বিনিয়োগের জন্য উপযুক্ত প্রশিক্ষণ এবং ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে।
তিনি বলেন, বছরজুড়ে নার্সারি ব্যবসা চালান যায়। এমন কি বাড়ির ছাদেও হতে পারে নার্সারি। নার্সারির জন্য যে বিশাল জায়গা থাকতে হবে, এমন নয়। কেউ চাইলে বাড়ির ছাদেও করতে পারেন চমৎকার একটি নার্সারি। প্রায় সব ধরনের গাছই ছাদে টবে উৎপাদন করা যায়। দেড় হাজার বর্গফুটের ছাদে পূর্ণাঙ্গ একটা নার্সারি করা সম্ভব। সঠিক পরিচর্যার মাধ্যমে বাড়ির ছাদে বাগান করেও লাভবান হওয়া সম্ভব। তিনি শিক্ষিত বেকার যবদের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে স্বাবলম্বি করার আহবান জানান। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766