ছাত্র জমিয়ত কোতোয়ালি মডেল থানা’র কাউন্সিল সম্পন্ন  সভাপতি মুহাম্মদ রেজাউল, সাধারণ সম্পাদক সাজ্জাদ

প্রকাশিত:শুক্রবার, ৩০ সেপ্টে ২০২২ ০৯:০৯

ছাত্র জমিয়ত কোতোয়ালি মডেল থানা’র কাউন্সিল সম্পন্ন  সভাপতি মুহাম্মদ রেজাউল, সাধারণ সম্পাদক সাজ্জাদ
সুরমাভিউ:-  ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর আওতাধীন কোতোয়ালি মডেল থানা শাখা কাউন্সিল অধিবেশন আজ (৩০ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৫টায় নয়াসড়কস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
থানা শাখার আহবায়ক হাফিজ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাজ্জাদ হোসাইন রুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর আহবায়ক মুহাম্মদ লুৎফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সদস্য সচিব হাফিজ জাহিদ আহমদ ও আহবায়ক কমিটির সদস্য আবু হানিফ সাদি,আবুল হাসান, হাবিবুর রহমান, মীর আইনুল হক প্রমুখ।
কাউন্সিলে রেজাউল করিমকে সভাপতি ও সাজ্জাদ হোসাইন রুমনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সদস্য সচিব হাফিজ জাহিদ আহমদ। বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ