মৌলভীবাজারে চ্যানেল আই’র ২৪তম জন্মদিন পালিত

প্রকাশিত:শুক্রবার, ৩০ সেপ্টে ২০২২ ০৬:০৯

মৌলভীবাজারে চ্যানেল আই’র ২৪তম জন্মদিন পালিত
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারে চ্যানেল আই-র ২৪ তম জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার ৩০ সেপ্টেম্বর সকালে এ উপলক্ষ্যে মৌলভীবাজার প্রেসক্লাব থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল আই’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম এ সালামের সভাপতিত্বে ও প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপুর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বক্তব্য রাখেন, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল, প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, সাধারণ সম্পাদক পান্না দত্ত, নাট্যকার খালেদ চৌধুরী প্রমুখ। আলোচনাসভা শেষে কেক কাটা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ