২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ৩০ সেপ্টে ২০২২ ০৮:০৯
সুরমাভিউ:- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ১৩টি উপজেলায় উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে আজ ৪র্থ দিন ফেঞ্চুগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
ফেঞ্চুগঞ্জ উপজেলার আনন্দমেলা কমিউনিটি সেন্টারে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর ২০২২) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ৩ নং ঘিলাচড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী আবুল লেইছ চৌধুরী’র সঞ্চালনায় মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১ নং ফেন্সুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হাজী বদরুদ্দোজা, বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম কামাল,
সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, ১ নং ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন এর চেয়ারম্যান মাওলানা হাজী বদরুদ্দোজা, ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন রেহানা বেগম, আকবর হোসেন, হেলাল মিয়া, আব্দুল কাইয়ুম, জুবের আহমদ, সিন্দু মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আমাতুজ্জোহরা রওশন জেবিন রুবা, এডভোকেট মুনসুর রশিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, ফেঞ্চুগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ ও আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766