জনপ্রতিনিধিদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৯ সেপ্টে ২০২২ ১১:০৯

জনপ্রতিনিধিদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুরমাভিউ:-  বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ১৩টি উপজেলায় উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে আজ ৩য় দিন জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

জকিগঞ্জ পৌর এলাকার আজিজিয়া কমিউনিটি সেন্টারে আজ (২৯ সেপ্টেম্বর’২২) বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা আপ্তাব উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, গীতা পাঠ করেন পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শ্রী সংকু শর্মা, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ‍ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দার, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন আবু জাফর মোঃ রায়হান, আলতাফ আহমদ লস্কর, মহসিন মর্তুজা চৌধুরী টিপু, রফিকুল ইসলাম, আব্দুল হক, আব্দুস সাত্তার, আবুল কালাম, ইউপি সদস্য বদরুল আলম, মস্তাক আহমদ, আবুল হোসেন, মহিলা সদস্য আছমা বেগম প্রমুখ।

কানাইঘাট পৌর এলাকার ইসলামিয়া কমিউনিটি সেন্টারে বাদ এশা কানাইঘাট পৌর মেয়র ও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং ৬ নং কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমেদের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফখরুল ইসলাম, সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দন মানিক, সদস্য
এড. ফখরুল ইসলাম, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মুবিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুলাহ সাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, লক্ষীপ্রসাদ পূর্ব ইপি চেয়ারম্যান তমিজ উদ্দিন, লক্ষিপ্রসাদ পশ্চিম জামাল উদ্দিন, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আব্দুল মোহন মুবিন সাতবাক ইউপি আব্দুল তাহির শামিম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, পৌর কাউন্সিলর বিল্লাল আহমদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহানারা বেগম, ফয়সাল আহমদ প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ ও কানাইঘাট পৌরসভার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, কানাইঘাট উপজেলার ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ, পৌরসভার কাউন্সিলর বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ