১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২৮ সেপ্টে ২০২২ ০৭:০৯
সুরমাভিউ:- সুনামগঞ্জ সমিতি সিলেটের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সমিতির সহসভাপতি মাহবুব ছোবহানী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান এডভোকেটের পরিচালনায় সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।
মাসিক সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধনের খসড়া পুংঙ্খানোপুঙ্খরুপে যাচাই-বাছাই করার জন্য অধ্যাপক দিলওয়ার হোসেন বাবরের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট কমিটি খসড়া গঠনতন্ত্র যাচাই-বাছাই করে আগামি মাসিক সভায় উপস্থাপনের জন্য অনুরোধ করা হয়।
কমিটির সদস্যরা হলেন- লে. কর্ণেল এম. আতাউর রহমান পীর, অধ্যাপক এমএ মান্নান, সৈয়দ বদরুল আলম, এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট মোজাক্কির হোসেন কামালী, অধ্যাপক ছাব্বির আহমদ, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ, অধ্যাপক মনিরুল ইসলাম ও নাদিরা সুলতানা।
উক্ত সভায় সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতিকুর রেজা চৌধুরী সমিতির বাৎসরিক পিকনিক আগামী ডিসেম্বরের ১ম সপ্তাহে শীলংয়ে (ভারত) অনুষ্টানের প্রস্তাব রাখেন। উক্ত পিকনিক সুন্দর ও সুষ্টভাবে সম্পন্ন করার জন্য আতিকুর রেজা চৌধুরীকে আহবায়ক ও অধ্যাপক ছব্বির আহমদ এবং নিজাম উদ্দিনকে সদস্য করে কমিটি গঠণ করা হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এওয়ার্ড প্রাপ্ত সমিতির সদস্য কাসমির রেজা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত বিএনসিসি শিক্ষক মদনমোহন কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত কলেজ শিক্ষক অধ্যাপক মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া উক্ত মাসিক সাধারণ সভায় আগামী ২৪ শে ডিসেম্বর-২০২২ এর সাধারণ সভা ও নির্বাচনকে কেন্দ্র করে ১২ টি উপজেলায় ১২ জন সদস্যকে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের জন্য দায়িত্ব দেওয়া হয়।
অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদকে জগন্নাথপুর উপজেলা, এডভোকেট আলা উদ্দিনকে ছাতক উপজেলা, এডভোকেট কাওছার আহমদকে সুনামগঞ্জ সদর উপজেলা, মিজানুর রহমানকে দিরাই উপজেলা, নাদিরা সুলতানাকে শান্তিগঞ্জ উপজেলা, মোহাম্মদ আলীকে জামালগঞ্জ উপজেলা, কাসমির রেজাকে তাহিরপুর উপজেলা, বাহার উদ্দিন আকন্দকে ধর্মপাশা উপজেলা, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনকে শাল্লা উপজেলা, আব্দুল হেকিমকে মধ্যনগর উপজেলা, মো. শমশের আলীকে দোয়ারাবাজার উপজেলা ও এডভোকেট আকবর হোসেনকে বিশ্বম্ভরপুর উপজেলায় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের জন্য দায়িত্ব দেওয়া হয়।
এসময় সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করে তোলার লক্ষ্যে সংগঠণের সকলকে পরিপূর্ণভাবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766