বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহবান

প্রকাশিত:রবিবার, ২৫ সেপ্টে ২০২২ ০৭:০৯

বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহবান

সুরমাভিউ:-  দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে দেশব্যাপী নৈরাজ্য, ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা তৈরি করছে বিএনপি-জামাত। বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। মহান মুক্তিযুদ্ধ বিরুধী কোনো শক্তিকে সহ্য করা হবে না।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল এরিয়া যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সারাদেশ ব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য, ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বক্তারা একথা বলেন।

আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সিলেট মহানগরের কাজলশাহ এলাকায় আয়োজিত বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদ।

মহানগর ছাত্রলীগ নেতা এহসান আহমদের পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের সাবেক সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আবির আহমদ রানা, সাবেক সাংগঠণিক সম্পাদক সাইফ উদ্দিন সাজন, সুমন আহমদ,  ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির আহমদ তুষার, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজান আহমদ জীবন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ, রাজু, কে.এইচ.এম মিজান, ইমন, ইজাজ, অজিত, জাবের, দিব্য, বিশ^ প্রমূখ।

বিভিন্ন প্রতিবাদী মিছিলের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি কাজলশাহ এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে জনসভার মাধ্যমে সম্পন্ন হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ