শেখ হাসিনার জন্মদিনে সিলেট জেলা আ’লীগের কর্মসূচি

প্রকাশিত:শনিবার, ২৪ সেপ্টে ২০২২ ১১:০৯

শেখ হাসিনার জন্মদিনে সিলেট জেলা আ’লীগের কর্মসূচি

সুরমাভিউ:-  আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করেছে।

## ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার দিবাগত রাত ১২:০১ মিনিটে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা।

## ২৮ সেপ্টেম্বর, বুধবার, সকাল ১১ টায় ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনন্দ র‍্যালি।

## ২৮ সেপ্টেম্বর, বুধবার, বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ।

উক্ত কর্মসূচি সমূহে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

এ সংক্রান্ত আরও সংবাদ