রাজনগরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দুই সহোদর খুন, আটক ৩

প্রকাশিত:শুক্রবার, ২৩ সেপ্টে ২০২২ ০৯:০৯

রাজনগরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দুই সহোদর খুন, আটক ৩

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের তুলাপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাই খুন হয়েছেন।এঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন,তুলাপুর গ্রামের নুর মিয়ার ছেলে কাজল মিয়া (২৬) ও হেলাল মিয়া (৩০) তারা দুই জন আপন ভাই।

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে। ঘটনার সাথে আরও যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরোও জানান,মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ