৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৩ সেপ্টে ২০২২ ১০:০৯
সুরমাভিউ:- সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন এর তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বে থানা পুলিশ মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজারে চেকপোস্ট স্থাপন করা হয়।
২২ সেপ্টেম্বর রাত ০৯.৩০ ঘটিকার সময় একটি মোটরসাইকেলকে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা সিগন্যাল প্রদান করলে মোটরসাইকেলটি ঘুরিয়ে পালিয়ে যাবার চেষ্ঠা করেন চালক। এ সময় থানা পুলিশের দলটি ঐ মোটরসাইকেল চালক কে ধাওয়া দিয়ে আটক করে।
পরে এতে তল্লাশি চালিয়ে তার হেফাজত হতে ২৩৬ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি বিয়ানীবাজার থানাধীন দেউলগ্রাম (লম্বাবাড়ী) এলাকার ফখরুদ্দিন ফারুকের ছেলে আকমল হোসেন (৩২)।
থানা পুলিশ সূত্রের বরাত অনুসারে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কৌশল পরিবর্তন করে ভারতীয় ফেন্সিডিলের চালান বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল বলে প্রকাশ পায়। জব্দকৃত ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ইতোমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766