১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২২ সেপ্টে ২০২২ ০১:০৯
সুরমাভিউ:- সুনামগঞ্জে অভিযান চালিয়ে ১ কেজি দুইশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৭ এপিবিএন (লালাবাজার) সিলেটের অপস অ্যান্ড ইন্টেলিজেন্স উইং।
বুধবার সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ সদর মডেল থানা এলাকার ৮নং মোল্লাপাড়া ইউনিয়নস্থ সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের রাইস মিলের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মো. জিয়ানুর(২৪)। তিনি মোল্লাপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের ফিরিজ আলীর ছেলে। এপিবিএন সিলেটের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল হাসান মো. যায়ীদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা এলাকার মোল্লাপাড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে আমাদের চৌকস দল।
এসময় সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের রাইস মিলের সামনে পাকা রাস্তা থেকে এক কেজি দুইশ গ্রাম গাঁজাসহ জিয়ানুর(২৪)কে আটক ও উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়। এসআই (নি.) মো. চাঁন মিয়া বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় দাখিলকৃত এজাহার মামলার প্রক্রিয়াধীন আছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766