কানাইঘাটে প্রবাসীর ঘরের তালা ভেঙ্গে ১৬ লাখ টাকার মালামাল চুরি

প্রকাশিত:বৃহস্পতিবার, ২২ সেপ্টে ২০২২ ১১:০৯

কানাইঘাটে প্রবাসীর ঘরের তালা ভেঙ্গে ১৬ লাখ টাকার মালামাল চুরি

কানাইঘাট প্রতিনিধি:-  সিলেটের কানাইঘাটে এক সৌদিআরব প্রবাসীর বসত ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার সহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল চুরি করা হয়েছে।

গত বুধবার রাতে উপজেলার বাণীগ্রাম ইউপির বড়দেশ লামারবাড়ি গ্রামের মৃত ইব্রাহীম আলীর পুত্র সৌদিআরব প্রবাসী রুহুল আমিনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। জানা যায় রুহুল আমিন দীর্ঘদিন থেকে সৌদিআরবে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী নাজমিন বেগম তাদের ৪ সন্তান নিয়ে বসবাস করেন। এরমধ্যে বড় মেয়ে জান্নাত মিলি বিবাহিত।

গত রবিবার সকালে প্রবাসী রুহুল আমিনের শাশুড়ীর মৃত্যু হলে তার স্ত্রী নাজমিন বেগম ছেলে মেয়েদের নিয়ে বাবার বাড়ি পাশ^বর্তী ভাউরভাগ নয়াগ্রামে চলে যান। এই সুযোগে অজ্ঞাতনামা চুরেরা বারান্দার গ্রীলের দুটি তালা ও ঘরের মুল দরজার ১টি তালা ভেঙ্গে প্রবেশ করে মা মেয়েদের ব্যবহৃত ১৬ তোলা স্বর্ণ অলঙ্কার, নগদ দুই লক্ষ ১০হাজার টাকা, একটি আই ফোন ও ৩টি চেকপাতা চুরি করে নেয়। এছাড়াও ৫লিটার সয়াবিন তেল ও ফ্রিজে থাকা নানা ধরণের খাবার সামগ্রী চুরি করা হয়েছে বলে তথ্যগুলো নিশ্চিত করেছেন প্রবাসী রুহুল আমিনের বড় মেয়ে জান্নাত মিলি।

এ সময় তিনি আরো জানান তাদের নানুর মৃত্যুতে তারা মামার বাড়িতে ছিলেন। চুরির সংবাদ পেয়ে তাদের শোকাহত মা জ্ঞান হারিয়েছেন। বর্তমানে তিনি কানাইঘাট হলি হেল্থ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। প্রবাসী রুহুলb আমিনের বড় ভাই জানিয়েছেন রাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে যার কারনে তারা পাশর্^বর্তী ঘর থেকে কিছু দেখতে কিংবা শুনতে পারেননি।

স্থানীয় ইউপি সদস্য আজমল হোসেন জানান চুরির সংবাদ পেয়ে তিনি সাথে সাথে প্রবাসী রুহুল আমিনের বাড়িতে আসেন। বসত ঘরে আসবাবপত্রের অবস্থা দেখে তিনি পুলিশকে খবর দিয়েছেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কানাইঘাট থানার এসআই মাসুম। তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণের কথা জানিয়েছেন তিনি।

এব্যাপারে প্রবাসীর পরিবারের পক্ষ থেকে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ