গোলাপগঞ্জে ৬০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন

প্রকাশিত:বুধবার, ২১ সেপ্টে ২০২২ ০৬:০৯

গোলাপগঞ্জে ৬০টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোলাপগঞ্জ পৌর অডিটরিয়ামে গোলাপগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন সরকারের সঞ্চালনায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রাণ তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খলকুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল পাল, সাধারণ সম্পাদক রজত কান্তি দাস।

মতবিনিময় সভায় উপজেলার ৬০টি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকরা উৎসবকে প্রাণবন্ত করে তুলতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।
তাছাড়া এবারের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এ উৎসবে উপজেলার ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫৭টি সার্বজনীন ও ব্যক্তি উদ্যোগে ৩টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সভায় উপস্থাপন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ