মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে শ্রীমঙ্গল পৌর মেয়রের কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল পৌর মেয়রের কার্যালয়ে শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু। শারদীয় দুর্গা পূজায় পৌরসভা এলাকায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন, পূজা মন্ডপে আইনশৃঙ্খলা জোরদার, শহরে যানজট নিরসন সহ বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন তপন তালুকদার, অমিতাভ শেখর চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়, পৌর পূজা উদযাপন পরিষদ শাখার সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক ছোটন চৌধুরী, পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, আলকাস মিয়া, হানিফ চৌধুরী, মসুদুর রহমান মসুদ, মো. ছাদ উদ্দিন, চয়ন কুমার রায়, সংরক্ষিত নারী কাউন্সিলর রোকেয়া পারভীন, শারমিন জাহান, তানিয়া আক্তারসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু বলেন, গত বছর প্রশাসনের সহযোগিতায় শ্রীমঙ্গলে পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত কোন প্রকার বিশৃঙ্খলা ঘটেনি। এবারো প্রশাসনকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে পৌরসভার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন মেয়র মহসিন নিয়া মধু।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুগ যুগ থেকে শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হয়ে আসছে। এখানে শান্তিপূর্ণ পূজা উদযাপনে সকল ধর্মের মানুষ সহযোগিতা করে থাকেন। বক্তারা বলেন, আমরা আশা করছি পূর্বের ধারা অব্যাহত রেখে আবারো শান্তিপূর্ণ ভাবে পূজা সমাপ্তি করে শ্রীমঙ্গলকে সারাদেশ সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থাপন করবো আমরা